নেত্রকোনার একমাত্র অনলাইন পত্রিকা

কেন্দুয়ায় পুলিশের ওপর গ্রামবাসীর হামলা, আটক ২৩

11/08/2012 19:20

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সাজিউড়া বাজারে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ স্বাভাবিক করতে গিয়ে পুলিশের ওপর হামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তেঁতুলিয়া গ্রামে বিক্ষুদ্ধ জনতাকে শান্ত করতে পুলিশ এ সময় ২ রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। এতে পুলিশের ৪-৫ সদস্য আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, হামলার ঘটনার পর পরই ওই গ্রামের ছাত্রসহ ২৩ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, একটি অটোরিকশার ঘটনা নিয়ে কয়েকদিন ধরে কান্দিউড়া ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামবাসী ও চিরাং ইউনিয়নের সাগুলী গ্রামবাসীর মধ্যে সাজিউড়া বাজারে উত্তেজনা বিরাজ করছিল। বুধবার এ নিয়ে এ ২ দল গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হওয়ার চেষ্টা চালালে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে আবারও তেঁতুলিয়া গ্রামবাসী সংঘর্ষের জন্য সাজিউড়া বাজারে অবস্থান নেয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ২ রাউন্ড ফাঁকা গুলি চালায়। এতে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর আক্রমণ চালান। এতে পুলিশের ৪-৫ সদস্য আহত হয়।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ ওই গ্রামের ২৩ জনকে আটক করে।

এ ঘটনায় কান্দিউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল হক তালুকদার কনক বাংলানিউজকে বলেন, ‘অটোরিকশা নিয়ে ঘটনার শুরু।’ এ ব্যাপারে নেত্রকোনা পুলিশ সুপার শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘গ্রামবাসীর হামলায় ৪-৫ জন পুলিম সদস্য আহত হয়েছেন । হামলার ঘটনায় ২৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দেওয়া হবে। তিনি আরও জানান, ওই এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম, আগস্ট ০৯, ২০১২

© 2012 All rights reserved.

Make a free websiteWebnode